নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে করোনার টিকা উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে ।
সকালে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি কোর্সের ভর্তি পরীক্ষা পরিদর্শন করে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, শুধু করোনা নয়, সব ধরণের টিকা উৎপাদন করতে চায় বাংলাদেশ।
এছাড়া সামনের মাস থেকে কলেরার টিকা দেয়া হবে বলেও জানান তিনি।
ডায়রিয়া মোকাবিলায় মে মাসে রাজধানীসহ সারা দেশে কলেরার টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় করোনার টিকার পাশাপাশি কলেরার টিকা দেয়া শুরু হবে। এসময় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
+ There are no comments
Add yours