নিজস্ব প্রতিবেদক
দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। দক্ষ শ্রমিক সংকটে ভুগছে দেশের তৈরি পোশাকসহ বিভিন্ন শ্রম খাত।
গবেষকরা বলেন, বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার অভাবে এই সংকট তৈরি হয়েছে। সংকট উত্তরণে কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলওর প্রতিবেদন অনুযায়ী, দেশে এখন ৩৬ লাখ মানুষ বেকার। যা মহামারির আগের সময়ের চেয়ে অন্তত ৫ লাখ বেশি।
সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘আমরা টেকনিকাল স্কুল খুলতেছি। ইঞ্জিনিয়ারিং স্কুল খুলতেছি। দেশে নানা সংস্থা আছে।
আমরা প্রচুর অর্থ ও পদক্ষেপ ব্যয় করছি। কিন্তু এটা ভীষণ অভাব হচ্ছে, শিক্ষক নাই। এর উপরও পদক্ষেপ নিচ্ছি।’
+ There are no comments
Add yours