নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের পাহাড়তলি থানার অধীন ১০ নং ওয়ার্ডের উত্তর আগ্রাপাড়ায় জমি দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলার স্বীকার হন মোঃ ইসহাকের পরিবার।
এই হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংবাদ সম্মেলন করেন মোঃ ইসহাকের পরিবারবর্গ।
হামলাকারী মোঃ ইদ্রিস অত্র এলাকার প্রভাবশালী বিএনপি সংগঠন বলে দাবি করে মোঃ ইসহাকের পরিবার।
ক্ষমতার জোড়ে অত্র জমি দখলের চেষ্টায় হামলা করেছে বলে জানান তারা।
তাদের মতে, মোঃ চান মিয়ার বংশ সূত্রে তার ৫ ছেলে ও ৬ মেয়ে উক্ত জমির মালিক হন।
উত্তর আগ্রাপাড়ায় চানমিয়া সম্পত্তির পরিমাণ সাড়ে তিন গন্ডা যেখানে তার ২ নং ছেলে মোঃ কামাল ও ৪ নং ছেলে মোহাম্মদ ইসহাক বসবাস করে আসছেন।
কিন্তু মোঃ কামালের মৃত্যুর পর তার ৪ ছেলে মোঃ জাহিদুল ইসলাম রুবেল, রাশেদ, জুয়েল ও
পাবেল তাদের পিতার সম্পত্তি বিক্রি করে মোহাম্মদ ইদ্রিসের কাছে যার পরিমাণ ১.২৩ পয়েন্ট যা ক্রয় সূত্রের মালিক হন ইদ্রিস।
এ জমি ক্রয়ের পরে ইদ্রিস তার সমপরিমাণ জায়গা দখলে নেয় যা বর্তমানে তার দখলে রয়েছে।
তাদের মতে, ইদ্রিস তার ক্রয় করা সম্পত্তির চেয়ে ও বেশি সম্পত্তি দাবি করে আসছে।দাবি না মানায় হামলার অভিযোগ এনেছে মোঃ ইসহাক ও তার পরিবার।
সূত্র মতে, ২৬ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার সময় ইসহাকের পরিবারের উপর হামলা চালায় ইদ্রিস ও তার ছেলে ইমন।
মোঃ ইসহাকের স্ত্রী ও তার ছেলে আহত হয় এবং পুনরায় রাত ৯টার সময় ইদ্রিস, তার ছেলে ইমন ও তার ভাই সোহেল এবং তাদের পূর্বে নির্ধারিত ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী দলবল নিয়ে এসে ইসহাকের ঘর ভাংচুর করে।
এ হামলায় মোঃ ইসহাকের পরিবারের ৩ জন সদস্য গুরুতর আহত হন।
আহতরা হলেন রবিউল ইসলাম রিদয়(২১), কুলসুম আক্তার(১৭), রিয়াদ(৯)।
অসহায় পরিবারবর্গ গণমাধ্যমের মাধ্যমে বিচার পাওয়ার অনুরোধ জানান।
+ There are no comments
Add yours