চট্টগ্রাম প্রতিনিধিঃ
নগরীর আউটার স্টেডিয়াম আল আরাশি রেস্টুরেন্টে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান
ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর।
স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে চট্টগ্রামবাসীর ভূমিকা মুখ্য হওয়া সত্বেও উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে চট্টগ্রাম বরাবরই পিছিয়ে ছিল বলে জানিয়েছেন,
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি স্থায়ী পরিষদের সভাপতি, দৈনিক পূর্বকোণ লিমিটেড এর চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী।
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে চট্টগ্রামবাসীর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ১৯৯৪ সনে তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করলেও তার কোন অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম শুরু করা হয়নি,
এমনকি জাতীয় সংসদে বাণিজ্যিক রাজধানীর কোন বিল পর্যন্ত উত্থাপন না করার কারণে চট্টগ্রামবাসী মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি ঈদের পরে চট্টগ্রাম নাগরিক সমাজকে নিয়ে পরিকল্পিত চট্টগ্রাম উন্নয়ন বাস্তবায়ন, কর্ণফুলি নদী রক্ষা ও কালুর ঘাট সেতু নির্মাণের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি স্থায়ী পরিষদের ভাইস প্রেসিডেন্ট এস এম নুরুল হক,
সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়লা ইব্রাহিম বানু, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম, আব্দুস সবুর খান,
পীরজাদা এনামুল হক মুনীরি, রাকিবুল আমিন, আজম উদ্দীন, মুহাম্মদ হাসান সিকদার, নুরুল ইসলাম রিপন,
জাহেদুল করিম বাপ্পী, কফিল উদ্দীন রানা, আহমেদ রেজা, সেলিম উদ্দীন, কামাল উদ্দীন, জিয়াউল হক মালেকী, সাজ্জাদ হোসেন মালেকী প্রমুখ।
+ There are no comments
Add yours