অনলাইন ডেস্কঃ
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জার্সিই এখন সর্বকালের সবচেয়ে মূল্যবান জার্সি।
১৯৮৬ বিশ্বকাপে যে জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে সেই ‘হ্যান্ড অফ গড’ ও ‘গোল অফ দ্য সেঞ্চুরি’ গোল দুটি করেছিলেন ম্যারাডোনা,
সেই জার্সিটি সম্প্রতি নিলামে তুলেছিলেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ।
ম্যারাডোনার জার্সিটি বিক্রি হয়েছে ৭১ লাখ ৪২ হাজার ৫০০ পাউন্ডে, বাংলাদেশী টাকায় যা ৭৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার টাকারও কিছু বেশি।
শুধু কোন ফুটবলারের জার্সি হিসেবেই নয়, ক্রীড়া জগতে এর আগে এতো দামে বিক্রি হয়নি আর কারো জার্সি।
তবে রেকর্ড দামে ম্যারাডোনার জার্সি কে কিনেছেন তা অবশ্য জানা যায়নি।
ফুটবলারদের মাঝে এতদিন পেলের জার্সির দাম ছিল সবচেয়ে বেশি।
+ There are no comments
Add yours