এবারের ঈদ স্বস্তিদায়ক ছিল : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শনে গিয়ে শুক্রবার (৬ মে) দুপুরে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,

বিভিন্ন দেশে ইউক্রেন যুদ্ধের কারণে তেলসহ সবকিছুর দাম বাড়ছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।

তবে করোনার সংকটের মতো সব সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। এবারের ঈদ স্বস্তিদায়ক ছিল বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।

তিনি বলেন, এবার ঈদ যাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হলো সড়কের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।

দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে এরা সবাই সকলের দায়িত্ব যথাযথ পালন করেছে।

উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours