নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় এক কোটি মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছেড়েছিল।
তাদের মধ্যে ২০ লাখ মানুষ বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে রাজধানীতে ফিরে এসেছেন।
শনিবার (৭ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাফা জব্বার জানান, ঈদের ছুটি শেষে গত ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী।
গত মঙ্গলবার (৩ মে) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।
ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) খুলে ব্যাংক-বিমা, অফিস-আদালত।
+ There are no comments
Add yours