নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নাকি ব্যালটে হবে তা নিয়ে সরকারের কথা বলার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন, এখনও পর্যন্ত ইভিএম নিয়ে কোন আলোচনা হয়নি।
ইভিএমে ১০০ থেকে ১২০ আসনে ভোট করা সম্ভব। তবে নতুন করে ইভিএম কেনা হবে কিনা তা নিয়ে আলোচনা হয়নি।
এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে লিখিতভাবে রোডম্যাপ প্রকাশ করা হবে। যেখানে থাকবে নির্বাচনের কর্মপদ্ধতি।
২০২৩ সালের জুনের পরে বা সেপ্টেম্বরের আগেই সবার সঙ্গে আলোচনা করে রোডম্যাপটি তৈরি করা হবে।
+ There are no comments
Add yours