নুরুল আবছার নূরীঃ
চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার আজম রোড।
সদর পৌরসভার কার্যালয় থেকে মাত্র কয়েক গজ দূরে সরকারী খাদ্য গুদামের উত্তর পাশে সাবেক চট্রগ্রাম, খাগড়াছড়ি-রামগড় সড়ক থেকে দৌলতপুর বোর্ড স্কুল পর্যন্ত ২কিলোমিটার সড়কটির বেহালদশা।
সড়কটির যবুথবু অবস্হা বড় বড় গর্ত আর কার্পেটিং উঠে যাওয়ায় যান চলাচলের প্রায় অনুপযোগি হয়ে পড়েছে।
সামান্য বৃষ্টিতে গর্তগুলো ডুবে যায়,ফলে দূর্ঘনা ঘটার আশংকা দেখা দেয়।
বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিক্সা,সি এন জি চালিত অটোরিক্সা আর ২চাকা চালিত মোটরযান গুলোর জন্য আশংকার কারণ হয়ে যায়।
এদিকে সড়কটির এমন দশায় সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই। তারা বলেন সড়কটি নিয়ে জনপ্রতিনিধিরা আশার বাণী শুনালে ও বাস্তবে কাজের কাজ কিছুই হয়না।
তারা দাবী করেন অতিসত্ত্ব সড়কটি পূর্ণ সংস্কার করা হয়।
+ There are no comments
Add yours