ফটিকছড়িতে এই প্রথম ইভিএম পদ্ধিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

Estimated read time 1 min read
Ad1

নুরুল আবছার নূরীঃ

ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৪নং ভুজপুর ইনিয়ন পরিষদে আগামী ১৫ জুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ মে মনোনয়পত্র জমাদানের শেষ দিন,১৯ মে বাচাই,২৬ মে প্রত্যহার,২৭ মে প্রতিক বরাদ্দ এবং১৫ জুন ভোট গ্রহণ।

মোট ভোটার সংখ্যা ২৫৬১৭জন, পুরুষ -১৩৫৭৭ জন,মহিলা- ১২০৪০ জন।

এই পর্যন্ত (১০মে মঙ্গলবার) নির্বাচন কার্যালয়ের হিসাব অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী ৭ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে (১,২ ও ৩) ১ নং ওয়ার্ডে ৪জন, (৪,৫ ও ৬) ২নং ওয়ার্ডে ৪জন, (৭,৮ ও ৯) ৩নং ওয়ার্ডে ৪জন।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৩জন,২নং ওয়ার্ডে ৩ জন,৩নং ওয়ার্ডে ৩ জন,৪নং ওয়ার্ডে ৪ জন,

৫নং ওয়ার্ডে ৩ জন, ৬নং ওয়ার্ডে ১ জন,৭নং ওয়ার্ডে ৩ জন,৮নং ওয়ার্ডে ৬ জন,৯নং ওয়ার্ডে৬ জন।

চেয়ারম্যান পদে এপর্যন্ত ৭জন

  • মুহাম্মদ নাসির উদ্দীন,
  • এস.এম.এইচ. শাহজাহান চৌধুরী,
  • মুহাম্মদ ইব্রাহীম তালুকদার (বর্তমান চেয়ারম্যান),
  • মুহাম্মদ বেলাল উদ্দিন,
  • তাপস চন্দ্র,
  • মুহাম্মদ সেকান্দর হোসেন,
  • মুহাম্মদ আব্দুল হামিদ (হামিদুল্লাহ)

উল্লেখ্য যে দেশের সংসদ উপ-নির্বাচন, সিটির্কপোরেশন, পৌরসভা, উপজেলাও কিছু কিছু ইউনিয়নে ইভি এম পদ্ধিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও ফটিকছড়ি উপজেলাতে এই প্রথম কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভি এম পদ্ধিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছ।

ফটিকছড়ি উপজেলা নবাগত নির্বাচন কর্মকর্তা বাবু দেবাশীস দাস ও তথ্য চেকলিষ্ট কর্মকর্তা বাবু তপন কান্তি আজ বিকেল পাচঁটায় এই তথ্য নিশ্চিত করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours