নিজস্ব প্রতিবেদকঃ
২৫ মে’র মধ্যে নগর আওয়ামী লীগের দফতরে টিমের আহ্বায়কদের এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৫ সাংগঠনিক টিমকে ইউনিট সম্মেলন, সদস্য সংগ্রহ ও নবায়ন নিয়ে অনিয়ম খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।
সেসব প্রতিবেদন কেন্দ্রে পাঠানো হবে। এর সঙ্গে জুনের শেষদিকে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
মঙ্গলবারের সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় কমিটির প্রধানদের ইউনিট সম্মেলন নিয়ে ওঠা বিতর্কের সমাধানে করণীয় ও প্রস্তাবনা উপস্থাপনের জন্য ২৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়।
এছাড়া যেসব ইউনিটের সম্মেলন এখনও হয়নি, এই সময়ের মধ্যে সেগুলো সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে জুনের শেষে সম্মেলনের প্রস্তুতিও চলবে বলে সভায় জানান নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
+ There are no comments
Add yours