“আমাদের শিশুরা এখন ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে” : প্রধানমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

অনলাইন ডেস্কঃ ঢাকা শহরে পর্যাপ্ত খেলাধুলার মাঠ না থাকার আক্ষেপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,

‘দুভার্গ্য হলো, ঢাকা শহরে খেলাধুলার জায়গা কম।

আমাদের শিশুরা এখন সব ফ্ল্যাটে বসবাস করে।

ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে।’

বুধবার (১১ মে) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২১’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা এখন মোবাইল ফোন ও ল্যাপটপ-আইপ্যাড ব্যবহার করে।

সারাক্ষণ ওরমধ্যে পড়ে থাকা, এটা আসলে মানসিকভাবে ও শারীরিকভাবে সুস্থতার লক্ষণ না।

খেলাধুলাসহ সবদিক থেকেই আমাদের আরও বেশি ‍উদ্যোগী হওয়া উচিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,

বাবা-মা যারা গার্জিয়ান অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব, কিছু সময়ের জন্য হলেও ছেলেমেয়েরা যাতে হাত পা ছুঁড়ে খেলতে পারে, সেই উদ্যোগ নেওয়া উচিত।

এর আগে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ২০১৩-২০২০ সালে মনোনিত ৮৫ জন সেরা খেলোয়াড় ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours