নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলো অবাধ স্বাধীনতা ভোগ করছে।
আর এই অবাধ স্বাধীনতা উন্নয়নশীল দেশের উদাহরণ।
বুধবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওক্যাব) আয়োজিত,
এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন,
‘যারা সৎ সাংবাদিক, তাদের নির্ভয়ে কাজ করা দরকার। যারা সৎ সাংবাদিকতা করে,
সমাজের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেন ও সমালোচনা করেন- সরকার তাদের পাশে আছে।
কেউ যদি সাংবাদিক হিসেবে ভয় পায়, সেক্ষেত্রে সরকারের কিছু করার আছে বলে আমি মনে করি না।
আমরা সব সময় সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করি।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে তিনি বলেন,
‘টিআইবি যখন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিবৃতি দেওয়া শুরু করে, তখন তাদের গ্রহণযোগ্যতা আর থাকে না।’
+ There are no comments
Add yours