ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সাধারণের জন্য পুষ্টির ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে ১০ লক্ষ চারা রোপন কর্মসূচি গ্রহন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে আড়াই লাখ চারা রোপন করা হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার ধরলা নদী সংলগ্ন বাংটুর ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, রংপুর (উত্তরাঞ্চল) প্রধান প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ, রংপুর পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জেলায় সাড়ে ৯ হাজার ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কর্মসূচি শুরু করেছে। তারা জেলার বিভিন্ন উপজেলার বঁাধ ও নদীর পাড়সহ অধিগ্রহণকৃত জায়গায় সাড়ে ৯ হাজারের মধ্যে ৬ হাজার ফলদ, ২ হাজার বনজ ও ১ হাজার ভেষজ প্রজাতির গাছের চারা আগামী দুই সপ্তাহের মধ্যে রোপন করবে।
+ There are no comments
Add yours