নিজস্ব প্রতিবেদকঃ আজ ১২ মে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল এর উদ্যোগে নার্সিং ইনস্টিটিউটের কনফারেন্স রুমে নার্স দিবস উপলক্ষে
আলোচনা সভা, কেক কাটা সহ এবং সভা পূর্ববতী র্যালী অনুষ্ঠিত হয়।
জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ নিয়তি মহাজন সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার।
এসময় আরো বক্তব্য রাখেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল এর প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন,
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান,
জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট সহকারী রৌশন আরা,
মর্জিনা আক্তার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, সমাজের প্রতি নার্সদের অবদান ও মানুষের সেবায় যেভাবে তারা কাজ করেন তা সবার সামনে তুলে ধরতে এ দিনটি পালন করে বিশ্ব।
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে এ দিবস পালন শুরু হয়।
নার্সিং এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।
এ পেশার মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিকভাবে কোনো রোগী বা ব্যক্তির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং জীবনযাত্রা গুরুত্ব তুলে ধরা হয়।
এ পেশার সঙ্গে সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত।
+ There are no comments
Add yours