এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ- চট্টগ্রাম
চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ১০নং ধোপাছড়ি ইউনিয়নের ২নং ওয়াডস্থ শামুখ ছড়ি ছিদ্দিকার ঘোনা হতে বুধবার রাতের অন্ধকারে প্রায় ৪০টি সেগুন গাছ কেটে নিয়ে গেছে বন খেকোরা।
জানা যায় চন্দনাইশ উপজেলার ২নং জোয়ারা ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের বাসিন্দা গোলাম রসুল বাবুল গংয়ের দীর্ঘদিনের বন্দোবস্তীকৃত শামুক ছড়ি ছিদ্দিকার ঘোনায় ১৪একর ৪৪শতক পাহাড়ি ভূমিতে সেগুন গাছের বিশাল বাগান করেন সাতে আরো আছে আম,লেবুর বাগান করেন। তাই বাগান দেখাশুনার জন্য মোহাম্মদ আবদুল শুক্কুর নামের এক ব্যক্তিকে কেয়ার টেকার হিসাবে রাখা হয়। মানুষ যখন ঈদ উৎসবে ব্যস্ত সেই ব্যস্ত সময় টা কাজে লাগিয়ে রাতের অন্ধকারে আবদুর রহিম ও আবদুল গনি মাষ্টার নামের কতিপয় বন খেকো গভীর রাতে সেগুন বাগান হতে ৪০টি সেগুন গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
স্থানীয় ইউপি সদস্য টিপু দাশ গাছ কাটার বিষয়টা সত্যতা স্বীকার করে বলেন সম্প্রতি এলাকায় বন খেকোদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বন রক্ষা করতে সংশ্লিষ্ট বন বিভাগের সু-দৃষ্টি কামনা করেন তিনি।এ ঘটনায় বাগান মালিক গোলাম রসুল বাবুল বাদি হয়ে ৭জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ধোপাছড়িস্থ সাঙ্গু বিট কর্মকর্তা মোহাম্মদ নুরুল হকের সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
+ There are no comments
Add yours