নিজস্ব প্রতিবেদকঃ খবর বাংলা ২৪’কে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার।
শুক্রবার (১৩ মে) সকাল ৬টা ২০ মিনিটের দিকে সিসিটি ইয়ার্ডে এ আগুন লাগার ঘটনা ঘটে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের ভেতরে ৬টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ আসে।
খবর পেয়ে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ৩টি স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কনটেইনারটিতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। তবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
তিনি বলেন, আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ, আগুনে লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
+ There are no comments
Add yours