অনলাইন ডেস্কঃ
১০ দিন আগেও প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়।
বর্তমানে সাতক্ষীরায় পাইকারি বাজারে প্রতি মণ তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
দোকানে প্রতি কেজি তরমুজ ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, কয়েক দিন আগেও রমজান মাসে তরমুজের অনেক চাহিদা ছিল।
চাহিদা বেশি থাকা ও বাজারে সরবরাহ কম থাকার কারণে দামও ছিল বেশি। বর্তমানে বাজারে আম উঠেছে।
সে কারণে তরমুজের ক্রেতা সংকট দেখা দিয়েছে। এছাড়াও ফলন খুব বেশি হওয়ায় শেষ মুহূর্তে বাজারে এখন তরমুজের সরবরাহ বেশি।
সরবরাহ বেশি থাকায় মূল্য কমে গেছে। বর্তমানে পাইকারি ও খুচরা বাজারে ৫ টাকা থেকে সর্বোচ্চ ১৬ টাকায় বিক্রি হচ্ছে তরমুজ।
+ There are no comments
Add yours