আন্তর্জাতিক খবর
ভারতের জম্মু-কাশ্মীরে নতুন করে তিন অস্ত্রধারীসহ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে শ্রীনগরে উভপক্ষের বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং।
এর আগে, শুক্র ও শনিবার কাশ্মীরের ৭ স্বাধীনতাকামী ও এক সেনা সদস্য নিহতের পরদিনই এ বন্দুকযুদ্ধ হলো। নিহতদের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের একজন জেলা পর্যায়ের নেতাও রয়েছেন।
আরও পড়ুন: কাশ্মীরে গুলিতে ৭ স্বাধীনতাকামীসহ নিহত ৮
সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে সেখানকার নিরাপত্তা সদস্যদের সংঘর্ষ বেড়ে গেছে। এতে বেসামরিক নাগরিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জম্মু-কাশ্মীরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অন্তত ১৮০ জনকে বিভিন্ন অভিযানের নামে হত্যা করে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ। সংবাদমাধ্যমটি দাবি করে, নিহতদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ গত ৪ থেকে ৬ মাসের মধ্যে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ওই অঞ্চলের তরুণদের মধ্যে স্বাধীনতার দাবি চড়াও হতে থাকে।
বিশেষ মর্যাদা রদের বিরোধীতায় প্রতিবাদ জানিয়েছে আসছেন জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ
+ There are no comments
Add yours