নিজস্ব প্রতিবেদকঃ
শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলায় বিপাকে পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প।
দেশটির রাজধানী কলম্বোর বন্দরে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ আটকে থাকায় ব্যাপক লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশের মোট উৎপাদিত গার্মেন্ট পণ্যের ৪০ শতাংশই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বন্দরে পৌঁছাতে শ্রীলঙ্কার রুট ব্যবহার করে।
বাংলাদেশের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বরাত দিয়ে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়,
শ্রীলঙ্কায় সরকার পতন আন্দোলন শুরুর পর অন্যান্যদের মতো কলম্বো বন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও
ধর্মঘটে যাওয়ায় বাইরের জাহাজ থেকে পণ্য খালাস করার মতো জনবল সেখানে নেই।
ফলে বাংলাদেশ থেকে যাওয়া কার্গোজাহাজগুলো তাদের পণ্য খালাস করতে না পেরে আটকে আছে।
এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করে বিজিএমইএ নেতারা বলেন,
কীভাবে এই সংকটের সমাধান করা যায়, তার উপায় খোঁজা হচ্ছে।
এক্ষেত্রে বায়ারদের (গার্মেন্ট পণ্য ক্রেতা) ফোরাম ও পণ্য চালান বিষয়ক নির্বাহীদের সহযোগিতা চেয়েছেন তারা।
পাশাপাশি, কলম্বোর পরিবর্তে অন্য কোনো রুট পাওয়া যায় কি না— সে বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
এক্ষেত্রে বিজিএমইএর পছন্দ চীন অথবা সিঙ্গাপুরের সমুদ্রবন্দর।
+ There are no comments
Add yours