ম্যাজিস্ট্রেট পরিচয়ে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজিতে সক্রিয় একটি চক্র

Estimated read time 1 min read
Ad1

নুরুল আবছার নূরী:

ইদানিং ফটিকছড়িতে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির হিড়িক বেড়ে গিয়েছে।

একটি প্রতারক চক্র ব্যবসায়িদের ফোন কল করে নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলে জরিমানার নামে চাঁদাবাজির খবর আসছে।

গেল কয়েক মাস আগেও ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে এমন একটি প্রতারকের খপ্পরে পড়ে বিকাশে টাকা পাঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

এটিকে কেন্দ্র করে বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝিও হয়েছিলো সে সময়।

রবিবার (১৫ মে) দুপুরে উপজেলার ভূজপুর কাজিরহাট বাজারের এক রেস্টুরেন্ট মালিককে 01978-337339 থেকে ফোন করে অভিনব কায়দায় চাঁদা দাবি করার অভিযোগ করেন তিনি।

ওই ব্যবসায়ী খবর বাংলাকে বলেন “উপরিউক্ত নম্বর থেকে ফটিকছড়ির ইউএনও পরিচয় দিয়ে আমাকে কল করে বলে আমার রেস্টুরেন্টে নাকি বাসি খাবার বিক্রি হয়।

তিনি তার শাস্তি স্বরুপ আমাকে জিজ্ঞেস করেন কত হাজার টাকা জরিমানা বসাবে।

নম্বরটিতে ফোন করে সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীকে ফোন করার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগাল করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানিকে অবহিত করলে তিনি বলেন,

অফিসিয়াল নম্বর ছাড়া অন্য নম্বর থেকে আমি কাউকে ফোন করি না।

এছাড়াও আমার ব্যক্তিগত নম্বরটি প্রশাসনিক কাজে ব্যবহার করি না।

যে নম্বরটি থেকে ফোন করা হয়েছে সেটি তাঁর নয় নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা সাব্বির বলেন,

এরকম আরো কয়েকজন ব্যবসায়ীকেও ফোন করে চাঁদা দাবি করার অভিযোগ এসেছে।

আমি নম্বরগুলো পুলিশকে দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলবো।

কোনো ধরণের ফোন কলে প্ররোচিত বা বিভ্রান্ত হয়ে আর্থিক লেনদেন না করতে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি।

কেউ ম্যাজিস্ট্রেট পরিচয়ে ফোন করে জরিমানা বা টাকার কথা বললে তিনি তা বাজার কমিটি কিংবা স্থানীয় জনপ্রতিনিধিকে অবিহিত করার পরামর্শ দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours