অনলাইন ডেস্কঃ
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সতর্ক করেছে কলেজ প্রশাসন।
সোমবার (১৬ মে) সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম. মইনুল হােসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,
ঢাকা কলেজের একাদশ শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষ ও দ্বাদশ শ্রেণির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগে,
ক্লাস চলাকালীন সময়ে এবং ছুটির পরে সিটি কলেজ, আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকাসহ (আড়ং, সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজ, স্টার কাবার,
ধানমন্ডি ১ নং রােড, সিটি কলেজের সামনের বাস স্ট্যান্ড) নিউমার্কেট এবং নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরে অযথা ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলাে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজের শিক্ষকদের সমন্বয়ে ইতোমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
টিমের সদস্যরা জোনভিত্তিক গ্রুপে বিভক্ত হয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। ঢাকা কলেজের তাৎক্ষণিক পর্যবেক্ষণ কমিটির (তাপক) সদস্যরা ভিজিলেন্স টিমের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
চারটি জোনে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা দায়িত্ব পালন শুরু করেছেন।
+ There are no comments
Add yours