নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে পৃথক দুই অস্ত্র মামলায় চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় অস্ত্র উদ্ধারের মামলায় একজন ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
নগরীতে তিন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতারের এক মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মে) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালতে রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় এ রায় ঘোষণা হয়।
এ ঘটনায় পাঁচলাইশ থানার এস আই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর ২০০৭ সালের ১৪ জুন তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে চার জনের সাক্ষ্য নেওয়া হয়।
আদালতের পেশকার ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, তিন জনকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং কার্তুজ রাখার দায়ে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক দ্রুত বিচার আইনের মামলা বিচারাধীন আছে।
+ There are no comments
Add yours