অনলাইন ডেস্কঃ
গত দুই বছরে সড়ক দুর্ঘটনায় দেশে মোট ১ হাজার ৬৭৪ শিশু মারা গেছে।
এর মধ্যে রাস্তা পার হতে গিয়ে মারা গেছে ১ হাজার ২৭ জন শিশু।
যা মোট নিহতের ৬১ দশমিক ৩৫ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত সংঘটিত দুর্ঘটনাগুলো এই প্রতিবেদনের আওতায় আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে বলা হয়— শিশুরা গ্রামীণ সড়কে বেশি হতাহত হচ্ছে।
কারণ গ্রামীণ সড়কগুলো বসত বাড়ি ঘেঁষা এবং এ সড়কের যানবাহনসমূহ কোনো প্রকার নিয়ম-নীতি মেনে চলে না।
সড়ক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও থাকে না। আবার শিশুরাও সড়ক ব্যবহারের কোনো নিয়ম-নীতি জানে না।
বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যেমন কোনো উদ্বেগ নেই, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কোনো প্রকার সচেতনতা সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না।
অথচ এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে নীরবে আমাদের শিশুরা নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে। এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
কারণ প্রতিটি শিশুই অমিত সম্ভাবনাময় এবং আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ।
+ There are no comments
Add yours