চট্টগ্রামের আনোয়ারায় আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর উদ্যোগে ত্রাণ বিতরণ।

Estimated read time 1 min read
Ad1

মোহাম্মদ উজ্জ্বল  

“করোনা বিপর্যস্ত ও বন্যা কবলিত মানবতার পাশে আমরা” প্রকল্প-৩ এর অধীনে দ্বিতীয় পর্যায়ে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর উদ্যোগে ও জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউ.এস.এ’র সহযোগিতায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ও দক্ষিণ গহিরার ৮ ও ৯নং ওয়ার্ডের প্রায় ২০০ (দুইশত) পরিবারের বন্যা দূর্গত অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আজ ৩১ আগষ্ট’২০ সোমবার সকাল ১১.০০ টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন – আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের  সদস্য ও একেএমবি’র  সচিব (ভারপ্রাপ্ত) – স. ম. হামেদ হোসাইন। ত্রাণ বিতরণ (৩য় পর্ব) আরো উপস্থিত ছিলেন- একেএমবি ত্রাণ বিতরণ কমিটির উপ-সচিব মোহাম্মদ নঈম উদ্দীন, একেএমবি’র সদস্য  মৌলানা শহীদুল হক ফারুকী, মৌলানা ইদ্রিস আলকাদেরী, সৌদি আরবের মক্কা শাখার সাবেক সভাপতি মোরশেদুর রহমান চৌধুরী, হাফেজ মৌলানা নাছির উদ্দীন, আব্দুল ওয়াহেদ শাহ ও অন্যান্য।

জর্জিয়া মুসলিম কমিউনিটি ইউ এস এ’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব শাহাদাত হোসেন চৌধুরী রুবেল এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় একেএমবি’র সচিব  স. ম. হামেদ হোসাইন বলেন- মানবতার পাশে আমরা প্রকল্প -৩ এর আওতায় গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে মনবিকতার পরিচয় দিয়ে গহিরার উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে ভাসমান ঘরবাড়ির চিত্র দেখে আমরা আপনাদের কাছে কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। জোয়ারের পানিতে প্রতিনিয়ত ভাসমান দরিদ্র মানুষের কাছে থাকাই প্রকৃত মানবসেবা। সে হিসেবে আমরা আজ আপনাদের পাশে এসেছি। আমরা মানবসেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত এক জেলা থেকে অন্য জেলায় ছুটে বেড়াচ্ছি। জর্জিয়া মুসলিম কমিউনিটির ভাইয়েরা সুদূর আমেরিকা থেকে আনোয়ারার রায়পুরের দেশের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের জন্য সত্যিই আনন্দের। তাঁদের সহযোগিতায় সামান্য উপহার সামগ্রী হলেও গরীব দুঃখী বন্যার্ত মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারছি।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- একেএমবি অফিস সচিব-মোহাম্মদ আব্দুল্লাহ, জর্জিয়া মুসলিম কমিউনিটির পক্ষে চিত্রধারণে- মোহাম্মদ আব্দুল্লাহ আল-নোমান, রায়পুর ইউনিয়নের মাহবুবুর রহমান, শহীদুল ইসলাম, ইমরান হোসেন মুনিরি, মিনহাজ উদ্দীন, মো: রফিকুল ইসলাম, হাফেজ নাঈম উদ্দিন সহ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours