নিজস্ব প্রতিবেদকঃ
পরিকল্পিতভাবে চালের দাম বাড়িয়ে দেশের একটি ‘শিল্পগ্রুপ সিন্ডিকেট’ সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন,
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
ষড়যন্ত্র বন্ধ না করলে এসব শিল্পগ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তিনি।
চালের বাজার হঠাৎ অস্থিতিশীল হয়ে ওঠার কারণ জানতে শনিবার (২১ মে) সকালে নগরীর পাহাড়তলী বাজারে যান খোরশেদ আলম সুজন।
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন,
‘পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে শিল্পগ্রুপ সিন্ডিকেট। এদের মধ্যে কিছু শিল্পগ্রুপ অতীতে স্বাধীনতাবিরোধী চক্রের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তারা কৌশলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এরা দেশের শত্রু, জাতির শত্রু। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ানোর অপতৎপরতা বন্ধ না করলে শিল্প প্রতিষ্ঠানগুলো ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন সুজন।
+ There are no comments
Add yours