নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
রোববার (২২ মে) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার (২১ মে) দিনগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত কুমিল্লা শহরের শাসনগাছা রেললাইনের দুই পাশে ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে রেইড পরিচালনা করা হয়।
এ সময় পরোয়ানাভুক্ত সাত জন এবং নিয়মিত মামলায় পাঁচ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
আগামী ১৫ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার ছিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন।
আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মের মধ্যে।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ মে।
+ There are no comments
Add yours