নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন,
ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকা সত্ত্বেও শক্তিশালী জাতীয় এজেন্ডাসহ একটি স্বাধীন চিন্তাশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার অবস্থান প্রমাণ করেছে।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনের সম্মেলনে ‘রাশিয়া-বাংলাদেশ: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ উপলক্ষে তিনি এ কথা বলেন।
আজ সোমবার ঢাকায় রুশ ফেডারেশন এক বার্তায় এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত বলেন, আমরা আন্তর্জাতিক অঙ্গনে ঢাকার ধারাবাহিকতা এবং মস্কোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিশ্রুতির প্রশংসা করি।
বাংলাদেশের এ অবস্থানের বিষয়ে তিনি বলেন,
বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। রাশিয়া এটির প্রশংসা করে।
+ There are no comments
Add yours