ফটিকছড়িতে সড়ক দূর্ঘ ঘটনায় এক জনের মৃত্যু

Estimated read time 1 min read
Ad1

নুরুল আবছার নূরীঃ

ফটিকছড়ি চট্রগ্রাম-রামগড় সড়কের ইউছুপ আলী চৌধুরী ঈদগার পাশে সড়ক দূর্ঘঘটনায় মুহাম্মদ আবুল কাশেম চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

আজ (২৩মে)সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার,

৩নং ওয়ার্ডের সুয়াবিল ইউছুপ আলী চৌধুরী বাড়ীর মুহাম্মদ আবুল কাশেম,

সকাল ১১টার প্রতিদিনের মত গরু নিয়ে জমিতে যাওয়ার সময় দূর্ঘ ঘটনায় শিকার হয়।

চট্রগ্রামের আনোয়ার ইছাখালি এলাকার প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর একটি গাড়ি(ঢাকা মেট্রো-উ-১১৩৯৩৮),

ট্রাকটি নাজিরহাট পৌরসভা ইউছুপ আলী চৌধুরী বাড়ীরর ঈদগায় নিকট আসার সময়

আবুল কাশেম ২টি গরুর মধ্যে ছোট গরু(বাছুর) হঠাৎ গাড়ির সামে দিকবেদিক ছুটা ছুটি করতে থাকে।

এ সময় ট্রাক চালক ১৫/২০ ফুট দূর থেকে হরণ বাজাতে থাকে এবং গাড়ির গতিনিয়নত্রন আয়নতে গিয়ে নিয়বনতন্ত্র হারিয়ে খাদে পড়ে যাবার সময় গাড়ির সমনের বাম্পারের সাথে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যায়।

চালক দেখে লাফদিয়ে বৃদ্ধ আবুল কাশেমকে স্হানিয় আরএক জনকে নিয়ে তাকে সি,এন,জিতে করে ফটিকছড়ি উপজেলা স্হাস্হ্য কমল্পেস্কে পাঠান সে খান থেকে তার অবস্হা আশংকা জনক হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।তিনি নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ইউছুপ আলী চৌধুরী বাড়ীর মরহুম মুহাম্মদ চানঁ মিয়া চৌধুরী বড় ছেলে। দূর্ঘঘটার নিয়ে চালকের বিরুদ্ধে স্হানীয়রা চোখে ঘুম নিয়ে গাড়ি চালানো সহ বিভিন্ন কথা আলোচনা শুরু হলে ৩জন সাংবাদিক তার সাথে সরাসরি কথা বললে চালক জান আমি সকাল ৯টায় আনোয়ার ইছাখালি এলাকার প্রিমিয়া সিমেন্ট কোম্পানি কারখানা থেকে সিমেন্ট বুঝাই করে ভুজপুর একটি প্রতিষ্ঠানের নির্মাণ কাজের জন্য সিমেন্ট নিয়ে আসতেছি আমি কেন চোখে ঘুম নিয়ে গাড়ি চালাব? আমি ওনাকে স্হানীয় একজন শ্রমিককে নিয়ে লোকটাকে চিকিৎসার হাসপতালে পাঠিয়ছি।লোকে আমাকে আক্রমণ করবে বিদায় আমি সেখান থেকে সরে আছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours