আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে ২ দিন ব্যাপী শিশু মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২৪ মে) সকাল ১১টায় মেলার শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: জোহর আলী।
এ উপলক্ষে নলছিটি পৌরসভা চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
বেলা সাড়ে১১টায় পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জোহর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুুমি) মাছুমা আক্তার, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসার মো. আহসান কবির।
মেলায় পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলোর ৪র্থ ও ৫ম শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
বুধবার নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক প্রতিযোগিতার মধ্যমে ২ দিন ব্যাপী শিশু মেলার সমাপ্ত হবে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটি।
+ There are no comments
Add yours