নিজস্ব প্রতিবেদকঃ
নতুন ‘আতঙ্ক’ হিসেবে আবির্ভাব ঘটেছে আফ্রিকান ভাইরাস মাঙ্কিপক্সের।
বাংলাদেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে কেউ আক্রান্ত না হলেও সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশের সব বন্দরে দেওয়া হয়েছে সতর্কবার্তা।
বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স নিয়ে এখনও বাংলাদেশের ভয়ের কোনো কারণ নেই।
এছাড়া করোনাভাইরাসের মতো এটি এতোটা সংক্রামকও নয়।
তাই এই ভাইরাস নিয়ে এতোটা উদ্বিগ্ন না হয়ে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার পরামর্শ তাদের।
ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এখনো এই রোগের কোনো রোগী ধরা পড়েনি।
বিএসএমএমইউ-তেও এখন পর্যন্ত মাঙ্কিপক্সের আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।
মাঙ্কিপক্স মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম খবর বাংলা ২৪’কে বলেন, মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে এতোটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশে আসারও তেমন একটা সম্ভাবনা নেই। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, সন্দেহজনক ও লক্ষণযুক্ত রোগীকে সঙ্গে সঙ্গেই নিকটস্থ সরকারি সাহপাতালে বা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও আইইডিসিআরে এই তথ্য পাঠাতে হবে।
+ There are no comments
Add yours