নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচারে নতুন সুবিধা যুক্ত হয়েছে।
এখন থেকে মোবাইলেও স্ট্রিট ভিউ ইমেজারি চলবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস দু’টি ভার্সনেই পাওয়া যাবে এই সুবিধা।
পুরো বিষয়টি কীভাবে কাজ করে তা বোঝার জন্য গুগল ম্যাপের স্ট্রিট ভিউ মোড চালু করতে হবে।
স্ক্রিনের উপরে ট্যাপ করতে হবে। এরপর সেখানে থাকবে See More Date। তার মাধ্যমে Historical Imagery- দেখা সম্ভব।
এছাড়াও গুগল একটি বিশেষ ক্যামেরা লঞ্চ করছে।
যা সাধারণ ক্যামেরা থেকে কিছুটা আলাদা। কারণ শুধুমাত্র স্ট্রিট ভিউ ইমেজারি তুলতে সক্ষম ওই ক্যামেরা।
+ There are no comments
Add yours