নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের পরিবারের জন্য চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের দিকে নির্দেশনায় দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মেলায় দেশের স্বনামধন্য ৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (২৪ মে) ঢাকা সেনানিবাসে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ও অবসরগামী সেনাসদস্যরা ও চাকরিরত সেনাসদস্যদের পরিবারের সদস্যরা।
+ There are no comments
Add yours