নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটায় বামজোটের বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রায় সব দলের কয়েকজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বৈঠকে জোটের সদস্য পদ রেখেও কীভাবে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া গড়ে তোলা যায়, সে বিষয়ে সাইফুল হক ও জোনায়েদ সাকি বক্তব্য দেন।
তারা বক্তব্যে সাত দলীয় রাজনৈতিক মঞ্চকে (গণতন্ত্র মঞ্চ) জোট হিসেবে না দেখে বৃহত্তর ঐক্যের একটি প্ল্যাটফরম হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন।
যদিও জোটের বাকি সদস্য দলগুলো তাদের প্রস্তাবে সম্মতি দেয়নি।
সাইফুল হকের নেতৃত্বাধীন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনের সদস্যপদ স্থগিত করেছে বাম গণতান্ত্রিক জোট।
+ There are no comments
Add yours