নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি কারখানায় অবস্থানকালে বিএনপি নেতার হামলার শিকার হয়েছেন শ্রমিকরা।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সাধারণ ডায়েরির বিষয়টি খবর বাংলা’কে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ।
গতকাল আশুলিয়ার পল্লিবিদ্যুতের ডেন্ডাবর এলাকার আলিফ ফ্যাশনের ভেতরে এ ঘটনা ঘটলে সাধারণ ডায়েরি করেন শ্রমিকরা।
তবে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আজও (বৃহস্পতিবার) কারখানার সামনে অবস্থান নিয়েছেন।
অভিযুক্ত বিএনপি নেতা হলেন আসাদুল্লাহ আহমেদ দুলাল।
তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এবং গণি ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ খবর বাংলা’কে বলেন, গতকাল একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours