আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগে দুই বন্ধুসহ ৭ জনকে আসামী করে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন ওই স্কুল ছাত্রীর মা।
এজাহার সূত্রে জানা গেছে ৮ম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলে অপহরণ করে করে নিয়ে যায়।
নলছিটি পৌরসভার নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী গত ২১ মে সকাল সারে ৯টার দিকে,
স্কুলে যাওয়ার পথে নলছিটি পৌরসভার সাবেক কমিশনার এনামুল করিম মিশু মিয়ার বাড়ির সামনের সড়ক থেকে অপহরণের শিকার হয়।
উপজেলার কুলকাঠি ইউনিয়নের হয়বাৎপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হাসিব ওরফে রাকিব ও তার বন্ধু তৌকাঠী গ্রামের আবু বক্করের ছেলে মোঃ সজিব হাওলাদার স্কুল ছাত্রীর মুখ চেপে মোটরসাইকেলে তুলে বরিশালের দিকে নিয়ে যায়।
এ সময় ওই স্কুল ছাত্রীর সাথে থাকা একই বিদ্যালয়ের দুই ছাত্রী দৌড়ে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।
উল্লেখ্য, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠি গ্রামের জনৈক বাসিন্দা তার মেয়েকে নিয়ে,
নলছিটি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর চম্পা বেগমের বাড়িতে থেকে পড়াশোনা করিয়ে আসছেন।
এ ব্যাপারে অপহরণের স্বীকার মেয়েটির মা বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ ও অপহরণের সহায়তার অপরাধে দুই বন্ধুসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান স্কুল ছাত্রী অপহরণের বিষয়ে একটি মামলা হয়েছে।
আসামিদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে পুলিশ ইতিমধ্যেই মাঠে নেমেছে বলেও তিনি জানিয়েছেন।
+ There are no comments
Add yours