আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের শান্তিপূর্ণ মানববন্ধনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর হামলার প্রতিবাদে এমপি মোস্তাফিজুর রহমানের অপসারণ ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলা ও মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করার অপরাধে এমপির বিচারের দাবি জানান।
বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রথম প্রতিবাদকারী মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা না জানিয়ে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা নিয়ে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান রীতিমতো কটূক্তি করে আসছেন।
এছাড়াও এমপি মোস্তাফিজুর রহমান বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের উপর হামলা-মামলা এবং নির্যাতন চালিয়ে আসছেন। প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এমপির নির্দেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
অবিলম্বে মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
+ There are no comments
Add yours