নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিড়িতে শুল্ক কমানোসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছেন বিড়ি শ্রমিকরা।
সমাবেশে বিড়ি শ্রমিকরা আগামী বাজেটে বিড়ির ওপর বিদ্যমান শুল্ক কমানো,
বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স প্রদান বন্ধ করা,
কাস্টমস কর্তৃপক্ষকে নকলবাজদের আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ বিড়ি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।
তারা বলেন, বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহারসহ দেশীয় বিড়ি শিল্প নিয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করা না হলে আমরা তীব্র আন্দোলন-সংগ্রামে যেতে বাধ্য হব। একইসঙ্গে পার্শ্ববতী দেশ ভারতের মতো বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করার জোর দাবি জানান শ্রমিকরা।
+ There are no comments
Add yours