নিজস্ব প্রতিবেদক;
গাড়িচালক, রাডার টেকনিশিয়ানসহ আট পদে বাংলাদেশ থেকে শতাধিক কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে জ্বালানি সমৃদ্ধ রাষ্ট্র কাতার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কস্টাল অ্যান্ড সিকিউরিটির জন্য এই কর্মী নেওয়ার কথা বলেছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কর্মী পাঠাতে বিজ্ঞপ্তি দিয়েছে।
গত সোমবার (২৫ মে) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নেভিগেটর, ড্রাইভার, রাডার টেকনিশিয়ান এই তিন পদে কর্মী নেবে ৯২ জন।
এই তিন পদে বয়সসীমা ২৫ থেকে সর্বোচ্চ ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার দরকার নেই।
আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে জীবনবৃত্তান্তের একটি ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগামী ৩০ মে’র মধ্যে বোয়েসেলে জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের তালিকা তৈরি করে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধি প্রাথীদের পরীক্ষা নেবে। বিস্তারিত জানা যাবে ০২-৫৮৩১১৮৩৮, ০২-৪৮৩১৯১২৫, ০২-৪৮৩১৭৫১৫ এবং ০১৭৬৫৪১১৬৫৩ নম্বরে।
+ There are no comments
Add yours