লামায় ২৪ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পেলো ডিগনিটি কীটস

Estimated read time 0 min read
Ad1

লামা প্রতিনিধি :

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র সহযোগিতায় লামা উপজেলার,

২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৩৮ জন ছাত্রী পেলো স্বাস্থ্য সুরক্ষার ডিগনিটি কীটস।

কানাডা সরকারের অর্থায়নে ওমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট প্রকল্পের মাধ্যমে বেসরকারী সংস্থা তহ্জিংডং এসব বিতরণ করে।

প্রতি কিটসে রয়েছে একটি করে বালতি, মগ, স্যানোরা, আয়না, জুতা, নেইল কাটার, কটনবার, চিরুনী, রুমাল। লামা সরকারী উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মডার্ণ স্কুল এন্ড কলেজ ও হলি চাইল্ড পাবলিক স্কুল ছাত্রীদের হাতে ডিগনিটি কীটস তুলে দিয়ে বিতরণ উদ্বোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সফল দুই বার সদস্য ফাতেমা পারুল। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, প্রকল্পের ম্যানেজার ম্যামাচিং মার্মা, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার সাকেরা বেগম, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম ও হ্লাচিং মার্মাসহ শিক্ষকরা প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক: ইসমাইলুল করিম, লামা বান্দরবান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours