নুরুল আবছার নূরী,ফটিকছড়ি:
ফটিকছড়িতে ক্রমাগত নারী উত্যক্তকারীর উৎপাত বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের চলমান ভ্রাম্যমাণ অভিযানে দুইদিনে তিন ইভটিজারকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মে) উপজেলার ভূজপুর থানাধীন ভূজপুরে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় আব্দুল আজিজ সাগর (২৪) নামে এক যুবককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, আব্দুল আজিজ সাগর প্রায় সময় উপজেলার ভূজপুর গার্লস স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করতো। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ওই যুবককে আটক করে। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে অর্থদন্ড প্রদান পূর্বক মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
সাগর ভূজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সন্দ্বীপ পাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভূজপুর থানার এসআই জয়নাল আবদীন ও স্কুল কমিটির সদস্য মুরাদুল ইসলাম।
অন্যদিকে আজ মঙ্গলবার ভুজপুর থানার সুয়াবিল হাজিরখীল এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ আসিফ (১৮) এবং শামসুল আলম বাবুলের পুত্র মোহাম্মদ মুন্না (১৭)কে পূর্ব ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া আসার ভিডিও গোপনে ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অপরাধে ১৫হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা করে মুচলেকা নেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।
+ There are no comments
Add yours