গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Estimated read time 1 min read
Ad1

সুজন চৌধুরী: ১লা সেপ্টেম্বর থেকে করোনাপূর্ব নিধারিত ভাড়ায় গণপরিবহন পরিচালনার জন্য সরকার নির্দেশনা জারি করে। সে ভাড়া কার্যকরে আজ চট্টগ্রাম জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এরই অংশ হিসেবে চট্টগ্রাম থেকে কক্সবাজার, পটিয়া, বাশখালী, আনোয়ারা, কর্ণফুলী রুটে চলাচলকারী গণপরিবহনে নির্ধারিত ভাড়া অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনে দেখা যায় কয়েকটি বাস সরকারী নির্দেশনা অমান্য করে পূর্বের ভাড়ার সাথে ভাড়া বৃদ্ধি করে নতুন ভাড়া আদায় করছিল ।

এছাড়া হানিফ, জনতা, বিলাসী পরিবহনও সরকারি নির্দেশনা না মানার প্রমান পায় ভ্রাম্যমান আদালত। এর পরিপ্রেক্ষিতে নগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত । এসময় বেশি ভাড়া আদায় করায় ৪ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ (১ সেপ্টেম্বর) সকালে থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান, আজকের অভিযানে সরকার কর্তৃক ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী পূর্বের ভাড়া মোতাবেক বাস মালিকেরা ভাড়া নিচ্ছে কিনা এবং স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী বহন করছে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণ করা হয় ৷ সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার, চট্টগ্রাম থেকে পটিয়া,বাশখালী, আনোয়ারা,কর্ণফুলী রুটে চলাচলকারী কয়েকটি বাসে পূর্বের ভাড়ার সাথে ভাড়া বৃদ্ধি করে নতুন ভাড়া আরোপ করে। হানিফ, জনতা, বিলাসী পরিবহনেও একইভাবে ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।

তিনি আরও জানান, কোন কোন পরিবহন পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মানছেনা। অভিযানে পূর্বের ভাড়ার তুলনায় ভাড়া বেশি আদায় করার অপরাধে ৪ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাসে নির্ধারিত সীটের অধিক যাত্রী নেওয়া ও বাসে যাতে দাড়িতে অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় এই বিষয়েও সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলাসহ পূর্বের ভাড়া কার্যকর করার জন্য সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদেরকে নির্দেশনা দেওয়া হয়৷

জনস্বার্থে পূর্বের ভাড়া কার্যকর করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours