পাহাড় ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ফটিকছড়ি ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ লক্ষ টাকা জরিমানা

Estimated read time 1 min read
Ad1

নুরুল আবছার নূরীঃ

গত ৩০ মে (সোমবার)ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হেয়াকো নামক স্থানে অবৈধভাবে মাটি কেটে টিলা/পাহাড় ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায়।

এ অভিযোগের ভিত্তিতে একই তারিখের গভীর রাত হতে ৩১মে (মঙ্গলবার রাত ১২টার পর)ভ্রাম্যমান পরিচালনা করেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাবিবর রহমান সানি তাকেঁ সহায়তা করেন ভুজপুর থানা পুলিশ।

আদালতের অভিযান পরিচালনা করে বাবুল মিয়া,

পিতা- আব্দুল কাদের গ্রাম দক্ষিণ জুজখোলা, নারায়ণহাট, ভুজপুর,ফটিকছড়ি, চট্টগ্রাম কে দুইটি মাটি বহনকারী গাড়িসহ আটক করা হয়।

তিনি অপরাধ স্বীকার করায় এবং দোষ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বালু মহাল

ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী অপরাধীকে ৩,০০,০০০( তিন লক্ষ টাকা) জরিমানা করা হয়।

আদায়কৃত অর্থ বিধিমোতাবেক রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ সাববির রহমান সানি খবর বাংলার প্রতিনিধি জানান

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours