নিজস্ব প্রতিবেদকঃ
আগামী রোববার (৫ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
৫ জুন সকাল ৯টায় ফ্লাইটটিতে ৪১৯ জন হজ যাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
শুক্রবার (৩ জুন) রাজধানীর আশকোনা হজ অফিসে ১৪৪৩ হিজরি বর্ষের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এসব তথ্য জানান।
এ বছর বাংলাদেশ থেকে ৫৬ হাজার ৫৮৫ জন হজে অংশগ্রহণ করতে পারছেন।
হজ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী,
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, হজ পরিচালনায় নিযুক্ত কর্মকর্তা ও প্রায় ২০০ জন হজ যাত্রী।
+ There are no comments
Add yours