অনলাইন ডেস্কঃ
এখন থেকে দেশটি ‘তুর্কিয়ে’ (Türkiye) হিসেবে পরিচিত হবে।
তুরস্কের আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নতুন এ নামটি গ্রহণ করেছে।
জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন,
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তেনিও গুতেরেস বুধবার (১ জুন) একটি চিঠি পান।
সেখানে তিনি Turkey নাম পরিবর্তন করে Türkiye করার অনুরোধ জানান।
জাতিসংঘের মুখপাত্র জানান, চিঠি পর নতুন নামের বিষয়টি কার্যকর করা হয়েছে।
+ There are no comments
Add yours