সীতাকুণ্ডে ভূমি সংক্রান্ত বিরোধকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার

Estimated read time 1 min read
Ad1

মোঃ জয়নাল আবেদীন, সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে চলমান ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর নৃশংস হামলার অভিযোগ উঠে এসেছে।

নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে বাদী সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মূলত ভুমি সংক্রান্ত বিরোধ হলেও সহানুভূতি পেতে বিষয়টিকে সাম্প্রদায়িক হিসেবে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষের লোকজন।

ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনাটি ঘটে সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকায়।

তবে এই বিষয়ে ভুক্তভোগী সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগের পাশাপাশি পূর্বে চট্টগ্রাম আদালতে মামলা করেন।(মামলা নং-১৩২৭/২০২১।

হুমকি ধমকি পেয়ে একাধিক লিখিত অভিযোগের সত্বেও হামলা থেকে রক্ষা পাইনি ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়,বাদী হাজি আমিনুল হক সওদাগর,পিতা মৃত ফজলুর রহমান।

বিবাদীরা হলেন সচী রানী দাস,স্বামী অমৃত দাশ,শ্রীমতি দাশ,স্বামী যোগন্দ দাস,অঞ্জনা দাস স্বামী চন্দ্র দাস,রিনা দাস,স্বামী কৃষ্ণ চন্দ্র দাস।

উপরোক্ত বিবাদীগণের সাথে আমার বহুদিন যাবৎ জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

বিবাদীগণ আমার খরিদা সম্পত্তি জোর পূর্বক দখল করিবার চেষ্টা করিতেছে।

এতে আমি বিবাদীগণদের বাঁধা দিলে বিবাদীরা আমার ও আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে অযথা নির্যাতন করিতে শুরু করে।

ছোটখাটো বিষয়কে কেন্দ্র তারা গালিগালাজ এবং মারধর করে।

স্থানীয় গণ্যমান্য এবং মেম্বারকে অবহিত করলে উনারা বিবাদী গণের সাথে বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করে এবং সম্পূর্ণ জায়গা বহুবার সুষ্ঠুভাবে পরিমাপ করে।

কিন্ত বিবাদীগণ কোন কিছুই মানতে রাজি না এবং আমার পরিবারকে হুমকি ধমকি দিয়ে আসছে।

জায়গা ছেড়ে না দিলে মেরে ফেলবে বলে হুংকার দেন।তাই আমি বিবাদীর বিরুদ্ধে বিগত ৯/৩/২০১৭ এবং এতে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে ২৪/৯/২০১৮ সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের করি।এতেও বিবাদীগণ ক্ষান্ত হননি তাই নিরুপায় হয়ে চট্টগ্রাম আদালতে মামলা করি।চট্টগ্রাম কোর্ট হইতে একটি নিষেধাজ্ঞা দেয়া ফর্মে উক্ত জায়গায় সমাধান না হওয়া পর্যন্ত উন্নয়নমূলক কাজ করা যাইবেনা।কিন্ত বিবাদীগণ তারপরও আমার জমি ভোগ দখল করিবার পায়তারা করিতেছে।তাই আমি ২১/৪/২০২২ নিষেধাজ্ঞা অবমাননা মূলে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।বিবাদী গত উক্ত বিষয় জানতে পেরে অদ্য ২/৬/২০২২ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় আমার জাম গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে আমার ২ ছেলের উপর লোহার রড দিয়ে হামলা করে তাদের রক্ত ঝড়ায় এবং তাদের মেরে ফেলার চেষ্টা করে।উক্ত ঘটনায় আমার বড় ছেলের মাথা ফেটে রক্ত বের হয় এবং ছোট ছেলের ডান হাতে গুরুত্বর জখম হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours