নুরুল আবছার নূরী:
ফটিকছড়িতে একটি মসজিদে পুলিশি পাহারায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন (শুক্রবার) উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামের মেহের আলী জামে মসজিদে,
জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেটের নেতৃত্বে ব্যাপক পুলিশ পাহারায় মুসল্লিদে জুমার নামাজ আদায় করতে দেখা যায়।
মূলত: মসজিদের ‘দখলদারিত্ব’ নিয়ে দু’ পক্ষের বিরোধে সংঘাতের আশংকায় পুলিশ পাহারায় জুমার নামাজ আদায় হয়।
জানা যায়, বিগত ৪ বছর ধরে শতবর্ষী এ মসজিদের দখলদারিত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করেন দু’পক্ষ। মিলাদ-কিয়াম পড়া না পড়া নিয়ে সর্বশেষ গত ২৭ মে জুম’আর নামাজের পর দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে বিরোধ মেটাতে অস্থায়ী ভিত্তিতে খতিব নিয়োগ দিয়ে নামাজ আদাযের ব্যাবস্থা করে দেয় উপজেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আজ ৩ জুন প্রশাসন কতৃক নিয়োগকৃত খতিবের মাধ্যমে জুমার নামাজ আদায় হয়। এছাড়াও বিরোধ মেটাতে সম্প্রতি প্রশাসনের ৫টি সীদ্ধান্ত মেনে নিয়ে উভয় পক্ষের সাক্ষর করে একটি প্রাথমিক সমঝোতা হয়। সমঝোতায় সুন্নী মতাদর্শীদের বছরে ৫দিন; তথা শবে মেরাজ, আশুরা, ঈদ-ই-মিলাদুন্নবী, ফাতেহা-ই-ইয়াজদাহম ও শবেবরাতে মসজিদের বারান্দায় মাইক বিহীন সীমিত শব্দে মিলাদ ও কিয়াম করার অনুমতি সহ মোট পাঁচ সীদ্ধান্ত দিয়ে প্রশাসন থেকে প্রাথমিক সমঝোতা করা হয়। এতে কওমী ও সুন্নী মতাদর্শের পাঁচজন করে মোট ১০জন স্বাক্ষর করেন।
+ There are no comments
Add yours