নুরুল আবছার নূরীঃ
ফটিকছড়ি-চট্টগ্রাম রুটে সদ্য চালু হওয়া এসি বাস “চট্টলা চাকা এক্সপ্রেস” বন্ধের দাবিতে,
লোকাল বাস চলাচলে বাধাদানকারী শ্রমিকদের ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়েছেন ‘চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।
খবর বাংলার সাথে আলাপকালে তিনি বলেন, অনেক চাকরিজীবীদের প্রতিদিন শহরে আসা যাওয়া করতে হয়।
তাদের কষ্ট লাগবে আমরা এসি বাস ফটিকছড়ি থেকে চালু করেছিলাম। আমরা জরিপ করেছি গত পনেরো দিনে এই রুটে এসি বাস সার্ভিস চালু করায় সড়ক দুর্ঘটনা জিরোতে নেমে এসেছে। ফলে যাত্রীগণ নিরাপদ ও স্বস্তিতে শহরে যাতায়াত করে সন্তুষ্ট হয়েছেন। কিন্তু আমাদের সেবায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় উশৃঙখল শ্রমিক এসি বাস বন্ধের দাবিতে লোকাস বাস চলাচলে বাধা দিচ্ছে। যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তারা কয়েক ট্রিপ চালিয়ে গাড়ি বন্ধ রেখে যাত্রীদের ভোগান্তিতে ফেলে দেয়। তাদের দাবির সাথে বাস মালিক শ্রমিক নেতাদের আদৌ কোনো সমর্থন বা হাত নেই। তিনি আরো বলেন, সকালে আমি খবর পেয়ে ফটিকছড়ি নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি মহোদয়ের সাথে কথা বলে যথাযথ উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছি। এর পরেও যদি কোনো চালক যাত্রীদের জিম্মি করে লোকাল বাস না চালায় তাদের বিরোদ্ধে রোড় পারমিট বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours