নুরুল আবছার নূরীঃ
ফটিকছড়িতে রিক্সা ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে টিপু (২৬) নামের এক ব্যবসায়ীকে,
ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছে রিকশাচালক মাহমুদ হাসান (২৮)।
শনিবার (০৪ জুন) ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ বড়টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রাতে বিবিরহাট থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রিক্সা ভাড়া করে ব্যবসায়ী টিপু।
বাডির কাছাকাছি যাওয়ার পর কিছু দূরে ভাড়া দাবি করে রিক্সাচালক।
বাড়ির সামনে যাওয়ার জন্য রিক্সাচালক কে বললে এ নিয়ে কথা-কাটাকাটি হয় দু’জনের মধ্যে।
একপর্যায়ে রিক্সাচালক রিক্সার ভিতর থেকে ধারালো একটি দা বের করে এলোপাতাড়ি কোপালে ব্যবসায়ী টিপু পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। আহত টিপু’কে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। আহত টিপু ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ বড়টিলা এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। সে ফটিকছড়ি বিবিরহাট বাজারের কাচা তরকারি ব্যবসায়ী। এবং ঘাতক রিকশাচালক মাহমুদ হাসান গাইবান্ধা জেলার বাসীন্দা। ফটিকছড়িতে বিগত ৫মাস ধরে রিকশা চালানোর সুবাদে সে বিবিরহাটস্থ একটি কলোনিতে একাই বসবাস করছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার এস.আই সেলিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে রিকশা জব্দ করে পরে রিকশাচালক মাহমুদ হাসানকে বিবিরহাট থেকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার, আসামি গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
+ There are no comments
Add yours