নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (৫ জুন) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমকে।
কমিটির বাকি সদস্যরা হলেন-
- সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল করিম,
- সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহাদাত হোসেন,
- চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দীন,
- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী,
- চট্টগ্রামের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত,
- পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌস আনোয়ার,
- ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার
- ও চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
+ There are no comments
Add yours